আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টারে কালো কালি লেপে প্রতিবাদ জানাল ২৫ জন কংগ্রেস কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদোই জেলায়। কংগ্রেসের জেলা প্রধান মিথিলেশ সিং সহ বাকি ২৫ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
প্রধানমন্ত্রীর পোস্টার কালো কালি দিয়ে ঢেকে দেওয়ার এই ঘটনার ভিডিও সোশাল নেটওয়র্কিং সাইটে ভাইরাল হয়ে যাওয়ার পরই পদক্ষেপ করে পুলিশ।
মোদি সরকারের দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নাম থেকে প্রাক্তন কংগ্রেস নেতাদের নাম সরিয়ে দেওয়ার প্রতিবাদে ৫ জুন একটি বিক্ষোভ মিছিল করেছিল জেলা কংগ্রেস।
হারদোই পুলিশ সেই ভাইরাল ভিডিও দেখেই চেষ্টা করছে সেদিন ঘটনাস্থলে কোন কোন কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন তা সুনিশ্চিত করতে।
পুলিশ তার রিপোর্টে এই ঘটনার জন্যে সরাসরি দায়ী করেছে মিথিলেশ সিং এবং আরও ছয় স্থানীয় নেতাকে। তবে বাকি ২০ জনের পরিচয় এখনও জানা যায়নি। এঁদের সবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৯, ১৫৩এ, ৩৪১, ৫০৪, ৫০০৬ ও ৫০৭ ধারায় মামলা করা হয়েছে।
৮ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম