আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে সাজসজ্জা নিয়ে কম সমালোচনা সইতে হয়নি। এবার তার অন্যতম নির্বাচনী ইস্যু যুক্তরাষ্ট্রে আয় বৈষম্য হ্রাস করা। অথচ সর্বশেষ জানা গেলে সম্প্রতি তিনি প্রায় ১০ লাখ টাকা দামের জ্যাকেট পরে আয় বৈষম্য নিয়ে একটি অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে এক সভায় তিনি বেতন বৈষম্য নিয়ে তার পরিকল্পনা তুলে ধরেন। অথচ সে সময় তার গায়ে শোভা পাচ্ছিল ১২,৪৯৫ ডলারের ( প্রায় ১০ লাখ টাকা দামের) একটি জ্যাকেট।
জ্যাকেটটি তৈরি করেছে ইতালীয় বিখ্যাত ডিজাইন হাউজ জর্জিও আরমানি। তবে ক্লিনটনের ওয়ারড্রোবে এ ধরনের পোশাক এটাই প্রথম নয়।
তিনি পোশাকের পেছনে যা ব্যয় করেন তা নিম্নআয়ের একজন শ্রমিকের মোট আয়ের চেয়ে বেশি। অবশ্য হিলারি তার ব্যক্তিগত তহবিল থেকেই পোশাকের জন্য অর্থব্যয় করে থাকেন।
হিলারির চেয়ে অবশ্য কোনো অংশে কম যান না তার রিপাবলিকান দলীয় প্রতিদ্বন্দ্বী ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।
তিনিও সুট্যের পেছনে হাজার হাজার ডলার ব্যয় করেন। আর তার স্ত্রী সাবেক মডেল মেলানিয়া ট্রাম্প তো আরো এক ধাপ এগিয়ে। হিলারি আর মেলানিয়ার পোশাকের উৎস অভিন্ন।
ফ্যাশনে নজরকাড়া মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা ৫৪০ ডলার দামের পোশাক পরলেও তার কন্যা শাশা ও মালিয়া সম্প্রতি হোয়াইট হাউজের এক নৈশভোজে ২০,০০০ ডলারের পোশাক পরেছিলেন।
এছাড়া ২০০৮ সালে দেড় লাখ ডলারের সাজসজ্জা করে সমালোচিত হয়েছিলেন আলাস্কার গভর্নর এবং সে সময়কার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারাহ পলিন।
৮ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম