আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র মাহে রমজানের প্রথম দিনে সোমবারেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অন্তত আড়াইশ’ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি দুর্ঘটনা ছিল খুবই ভয়াবহ। ওই দুর্ঘটনায় দুই মোটরবাইক আরোহী গুরুতর আহত হয়েছে। বাকি দুর্ঘটনাগুলো বেশি ভয়াবহ ছিল না।
দেশটির পুলিশ বলেছে, এদিন ২৫০টি দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে। দুবাই পুলিশ কন্ট্রোল রুমে শুধুমাত্র সোমবারই ২ হাজার ৪শ ১৯টি ফোন কল পেয়েছে পুলিশ।
দুবাই পুলিশ কন্ট্রোল রুম এবং কমান্ডের পরিচালক মেজর খাজরাজ মাজিদ আল খারযাজি জানিয়েছেন, বেশির ভাগ ফোন কলই এসেছে বেলা আড়াইটা থেকে সাড়ে ৭টার মধ্যে।
তিনি জানান, ইফতারের আগে সবারই বাড়ি ফেরার তাড়া থাকে। এ সময় খুব দ্রুত ড্রাইভিংয়ের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এজন্য তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে সচেতনভাবে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন। এই পবিত্র মাসে সবারই ভালো আচরণ এবং অভ্যাসের চর্চা করা উচিত বলেও উল্লেখ করেন মাজিদ।
৮ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম