আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আশ-শেখ এক ফতোয়ায় বলেছেন, যেসব সেনা ইয়েমেনে যুদ্ধে লিপ্ত রয়েছেন তারা যদি মনে করেন রোজার কারণে তাদের দায়িত্ব পালন বাধাগ্রস্ত হচ্ছে তাহলে তাদেরকে রোজা রাখতে হবে না। সৌদি আরবের ডেইলি ওকাজ নিউজ ও গাল্ফ নিউজসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে।
প্যারিস টুডের এক প্রতিবেদনে জানা যায়, সৌদি আরব ইয়েমেনে একটি অন্যায় যুদ্ধ চালাচ্ছে যে যুদ্ধে অগণিত নারী-শিশু ও বৃদ্ধ মারা যাচ্ছে। পবিত্র রমজান মাসে সেই যুদ্ধ বন্ধ করার জন্য ফতোয়া না দিয়ে মুফতি আজিজ ইয়েমেনে যুদ্ধরত সেনাদের রোজা না রাখার পক্ষে ফতোয়া দিয়েছেন!
ইয়েমেনে মোতায়েন সৌদি সেনাদের উদ্দেশে পাঠানো এক বার্তায় মঙ্গলবার মুফতি আজিজ বলেছেন, “আপনারা যেহেতু পবিত্র দায়িত্ব পালন করছেন সে কারণে রমজান উপলক্ষে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা রোজা রাখছেন এবং যুদ্ধ করছেন। যারা একসঙ্গে দুটিই করতে পারবেন তারা রোজা রাখুন আর যাদের পক্ষে দুটি কাজ একসঙ্গে করা সম্ভব নয় তাদের রোজা রাখতে হবে না। কারণ আপনাদেরকে এখন শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, সীমান্ত পাহারা দিতে হচ্ছে এবং কঠোর নির্দেশ পালন করতে হচ্ছে। পরে আপনারা সুবিধামতো সময়ে রোজা রাখতে পারবেন।”
সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন, ইয়েমেনে সৌদি আরব অন্যায় যুদ্ধে জড়িয়ে পড়েছে। যে যুদ্ধের শিকার হয়েছে হাজার হাজার বেসামরিক মানুষ। সৌদি বিমান হামলার অসহায় শিকার এসব মানুষের মধ্যে রয়েছে বহু নারী, শিশু ও বৃদ্ধ। সৌদি সেনারা অবৈধভাবে ইয়েমেনে ঢুকে দেশটিকে এক প্রকার ধ্বংসস্তুপে পরিণত করেছে।
৮ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই