আন্তর্জাতিক ডেস্ক : রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। রমজানের আজ দুই রোজা শেষ হয়ে তিন রোজায় পড়ছে।
রমজানে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়লেন জেলবন্দীরা। রমজান উপলক্ষ্যে মুসলিম সহবন্দীদের সঙ্গে ‘রোজা’ করছেন হিন্দু বন্দীরাও। আলহামদুলিল্লাহ, পরম করুণাময়ের আদেশ পালন করে নজির স্থাপন করছেন তারা।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এবিপি।
পবিত্র রমজান মাসে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করেন ধর্মপ্রাণ মুসলিমরা। এ উপলক্ষ্যে রমজানের প্রথমদিনে জেলার জেলখানায় ১,১৫০ জন মুসলিম বন্দীর সঙ্গে উপবাসে সামিল হলেন ৬০ জন হিন্দু বন্দীও।
কারাকর্তা সতীশ ত্রিপাঠী এ কথা জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, বন্দীদের প্রার্থনা এবং ভোরের ‘সেহরি’ ও দিন শেষে ‘ইফতারের’ জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। মৌসুমী ফল, খেজুর এবং দুধ দেয়া হচ্ছে তাদের।
৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম