আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ণ পেলেন ওই দেশের প্রাক্তন ফার্স্ট লেডি তথা পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এই প্রথমবারের জন্য কোনো মহিলা প্রার্থী আমেরিকায় প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে নিজের যোগ্যতা পূর্ণ করতে সক্ষম হলেন। ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে সামনে থাকার আভাস আগেই মিলেছিল হিলারির। মঙ্গলবার নিউজার্সিতে জয়ের পর সেই ভিত আরো মজবুত হয়। বুধবার ক্যালিফোর্নিয়া থেকেও জিতেছেন হিলারি ক্লিনটন।
অন্যদিকে নিউজার্সিতে রিপাবলিকান দলের হয়ে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রিপানলিকান দলের প্রার্থীদের দৌড়ে তিনিই একমাত্র টিকে রয়েছেন। চূড়ান্ত নির্বাচনে প্রত্যক্ষভাবে ট্রাম্পের সঙ্গে হিলারির লড়াই হতে চলেছে। এদের মধ্যে কে হোয়াইট হাউসকে নেতৃত্ব দেবে তা জানা যাবে চলতি বছরের নভেম্বরে।
৮ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই