বুধবার, ০৮ জুন, ২০১৬, ১১:২০:৫৩

যুদ্ধের জন্য এবার ১ হাজার বিশেষ বিমান তৈরি করছে চীন

যুদ্ধের জন্য এবার ১ হাজার বিশেষ বিমান তৈরি করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা-রাশিয়ার পর সামরিক ক্ষেত্রে নিজেদের যুদ্ধবিমান ব্যবহার করতে চলেছে চীন। আকাশ পথে বিমানবাহিনীকে আরো শক্তিশালী করতে এক হাজাররেও বেশি এই বিশেষ ধরণের বিমান যোগ করার পরিকল্পনা করেছে বেজিং।

লাল চীনের অ্যাভিয়েশন কর্পোরেশন ইন্ডাস্ট্রির প্রধান ঝু কিয়ান বলেছেন, “বিমানবাহিনীর জন্য এক হাজারেরও বেশি জিয়ান ওয়াই-২০ মডেলের বিমান লাগবে।” ওই দেশের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন এই বিমান তৈরির দায়িত্বে আছে।

প্রতিটি বিমান ৬৬টন বোঝা নিয়ে একবারে ৪,৫০০ কিমি পথ উড়তে পারবে। এর প্রতিটি পাখার দৈর্ঘ্য ৫০মিটার। এই জিয়ান ওয়াই-২০ মডেলের বিমান চীনের সব থেকে বড় আকারের বিমান হতে চলেছে।
৮ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে