বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০১:৩০:৫৭

ভারতীয়দের অধরাই থেকে যেতে পারে বুলেট ট্রেনের স্বপ্ন!

ভারতীয়দের অধরাই থেকে যেতে পারে বুলেট ট্রেনের স্বপ্ন!

আন্তর্জাতিক ডেস্ক : গুজরাতের আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত ছুটবে ভারতের প্রথম বুলেট ট্রেন৷ কিন্তু এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে গোটা প্রকল্পটাই না বাতিল হয়ে যায়! কী এমন সমস্যা যার জন্য বুলেট ট্রেন প্রকল্পকেই বাতিল করার কথা ভাবছে সহায়ক জাপানি সংস্থাটি?

প্রায় ৯৮ হাজার কোটি টাকার বুলেট ট্রেন প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন হওয়ার কথা ‘মুম্বাই’৷ কিন্তু প্রস্তাবিত এলাকায় ‘মুম্বাই’ স্টেশন গড়তে রেলকে অনুমতি দিচ্ছে না মহারাষ্ট্র রাজ্য সরকার৷

‘মুম্বাই’ স্টেশন তৈরি হওয়ার কথা মহারাষ্ট্রের অন্যতম ব্যস্ত বিজনেস হাব বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের ভূগর্ভস্থ পথে৷ কিন্তু ওই এলাকায় মুম্বাই স্টেশন হলে সরকারি কোষাগারের প্রায় ১০ হাজার কোটি টাকার ক্ষতি হবে বলে মনে করছে মহারাষ্ট্র সরকার৷

ইতিমধ্যেই এই জট কাটাতে ভারতের রেল মন্ত্রনালয়ের কর্তারা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সঙ্গে বৈঠক করেছেন৷ মুখ্যমন্ত্রীর আপত্তি সংক্রান্ত ফাইল পৌঁছে গিয়েছে মোদির কাছেও৷ মনে করা হচ্ছে, শেষ পর্যন্ত রেল কর্তাদের অনুরোধে বরফ না গললে বিষয়টিতে হস্তক্ষেপ করতে পারেন খোদ ভারতের প্রধানমন্ত্রী৷

৯ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে