আন্তর্জাতিক ডেস্ক : ধর্ম নিয়ে আজও মানুষের মনে থেকে গেছে বাদ-বিচার। কিন্তু, মানবিকতার উপর আর কোনও ধর্ম হয় না। রক্তের কোনও জাতপাত হয় না। আরও একবার এর প্রমাণ মিললো ভারতের উত্তরপ্রদেশের নাগপুরে।
এখানে দুই হিন্দু ও মুসলিম পরিবার একে অপরকে কিডনি দিয়ে প্রাণ তো বাঁচালেনই, পাশাপাশি তৈরি নজির করলেন। দু’টি সম্প্রদায়ের মধ্যে যোগসূত্র তৈরি করলো এই অঙ্গ প্রতিস্থাপন।
কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বছর বত্রিশের যুবক বিনোদ সাসানে। তার বাবা অশোক সাসানে ছেলেকে কিডনি দিতে প্রস্তুত ছিলেন। কিন্তু, বাধ সেধেছিল রক্তের গ্রুপ। ছেলের সঙ্গে রক্তের গ্রুপ না মেলায় ইচ্ছে থাকা সত্ত্বেও তাকে কিডনি দিতে পারছিলেন না তিনি।
অন্যদিকে, একই সমস্যায় ভুগছিলেন মোহাম্মদ সাবির (৪০)। রাজিয়া মোহাম্মদ সাবির নিজের কিডনি দিয়ে বাঁচাতে চাইছিলেন স্বামীকে। কিন্তু, এখানেও দেখা দেয় একই সমস্যা। মিলছিল না রক্তের গ্রুপ। একই সমস্যা নিয়ে দুই রোগী ভর্তি ছিলেন নাগপুরের ওখার্ড হাসপাতালে।
তবে চিকিৎকদের উদ্যোগে সমস্যার সমাধান হয়। বাবা ছেলে ও স্বামী স্ত্রী, নিজেদের মধ্যে কিডনি প্রদান সম্ভব হয়নি। তবে হাল ছেড়ে দেননি তারা। দেখা যায়, অশোক সাসানে নিজের কিডনিটি দিতে পারবেন সাবিরকে। আবার একইভাবে স্ত্রী রাজিয়া সাবির স্বামীর পরিবর্তে নিজের কিডনিটি দিতে পারেবেন বিনোদ সাসানেকে। সেক্ষেত্রে রক্তের আর কোনও সমস্যা থাকছে না।
সেই অনুযায়ী ২৫ মে উভয় পরিবারের সম্মতিতে কিডনি প্রতিস্থাপন হয়। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচার সফল হয়। দু’জনেই এখন ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
৯ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস