আন্তর্জাতিক ডেস্ক: অপরাধ নিজের পছন্দের ছেলেকে বিয়ে করা। তার জেরেই অকালে প্রাণ দিতে হল নাবালিকাকে৷ শত্রু নিজের মা ও ভাই৷ নাবালিকাকে পেট্রোল ছিটিয়ে গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারতে বিন্দুমাত্র হাত কাঁপল না তার মা ও ভাইয়ের। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাবালিকার৷ পাকিস্তানের এই ঘটনায় হতবাক গোটা বিশ্ব। পুলিশ অভিযুক্ত মাকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পাকিস্তানের লাহোরের বাসিন্দা নাবালিকা জীতন প্রতিবেশী হসনের প্রেমে পড়ে। সে তার বাবা-মাকে সে কথা জানালে তারা এই সম্পর্ক অস্বীকার করেন। এরপরেই জীতন প্রেমিক হসনের সঙ্গে পালিয়ে আদালতে গিয়ে বিয়ে করে। এরপরেই জীতন বাড়িতে ফোন করে বিয়ের কথা জানায় ও মায়ের কাছে ক্ষমা চায়। জীতনের মা পারভিন তাকে বলেন তারা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তারা জীতনকে আশীর্বাদ করতে চান। মায়ের কথা শুনে আনন্দে বাড়ি ফিরতে রাজি হয় জীতন। কিন্তু বাড়িতে তার জন্য স্বয়ং মৃত্যু অপেক্ষা করছে সেটা তার একেবারেই জানা ছিলনা। বাড়িতে ফিরতেই তাকে নির্মম ভাবে হত্যা করে তার মা ও ভাই।
লাহোর পুলিশের আধিকারিক নায়াব হায়দার জানিয়েছেন, নাবালিকাকে পুড়িয়ে মারার ঘটনায় মা পারভিনকে গ্রেফতার করা হয়েছে। তার ভাইয়ের খোঁজে তল্লাশি চালান হচ্ছে৷ পুলিশ হেফাজতে পারভিন জানিয়েছে, তার মেয়ে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল, যা একেবারেই ক্ষমার অযোগ্য। এই কারণেই তারা তাকে মেরে ফেলেছে।-কলকাতা২৪
৯ জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/সবুজ/এসএ