বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০৪:৪৩:০৬

মুখে ওড়না পেঁচিয়ে অধ্যাপককে পেটালেন ছাত্রীরা

মুখে ওড়না পেঁচিয়ে অধ্যাপককে পেটালেন ছাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক : মেডিকেল ক্যাম্প চলাকালীন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে অধ্যাপকের বিরুদ্ধে।  তার জেরে ক্যাম্পাসের ভেতরেই অভিযুক্ত অধ্যাপককে বেধড়ক পেটায় ছাত্রীরা।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্র্র লেট বসন্তরাওনায়েক মেডিকেল কলেজে।  ইন্দোইন্ডিয়ার এক খবরে এ কথা জানা গেছে।

অভিযোগ, গতকাল ওই কলেজে ক্যাম্প চলাকালীন এক ছাত্রীর শ্লীলতাহানি করেন অধ্যাপক শারোদ মোনোরে।  ঘটনাটি তার বন্ধুদের জানান ওই ছাত্রী।

এরপর পরিকল্পনা করে ক্যাম্প চলাকালীন অধ্যাপককে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে আসেন ছাত্ররা।  এরপর তাকে ঘিরে ধরে মারধর শুরু করে ছাত্রীরা।

মুখে ওড়না বেঁধে চড়-থাপ্পড়ও মারা হয়।  কাকুতি মিনতি করেও ছাত্রীদের রোষের হাত থেকে রেহাই পাননি ওই অধ্যাপক।

থানায় অভিযোগ করার পাশাপাশি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষের কাছেও আবেদন জানিয়েছেন ছাত্রীরা।
৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে