আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত একটি সামরিক ঘাঁটি এবং রাজধানীর কাছে অবস্থিত বাজারে আলাদা গাড়ি বোমা বিস্ফোরণে প্রায় ২২জন ব্যক্তি নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রাজধানীর পূর্বে অবস্থিত নতুন বাগদাদের একটি বানিজ্যিক সড়ককে টার্গেট করে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হলে অন্তত ১৫ বেসামরিক ব্যক্তি নিহত এবং আরো ৫০ জনের বেশি আহত হয়েছে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
অন্যদিকে, বাগদাদের উত্তরাঞ্চলে অবস্থিত তাজি এলাকায় সেনাবাহিনীর একটি প্রধান নিরাপত্তা চৌকিতে আরেকটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত সাত সেনাবাহিনীর সদস্য নিহত এবং আরো ২০ জনের বেশি আহত হয়েছে।
ইরাকের গণবাহিনীর সহযোগিতায় সেনাবাহিনী যখন বাগদাদের ৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ ফালুজা শহর অাইএসের কাছ থেকে মুক্ত করার জন্য অভিযান জোরদার করেছে তখন বাগদাদ এবং এর আশপাশে দফায় দফায় বোমা হামলার ঘটনা ঘটছে।
এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ভয়াবহ হামলার দায়িত্ব স্বীকার করেছে তাকফিরি সংগঠন আইএস।
৯ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই