বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০৬:০৬:০০

বউ কালো, তাই পুড়িয়ে মারা হলো!

বউ কালো, তাই পুড়িয়ে মারা হলো!

আন্তর্জাতিক ডেস্ক : সবাই সুন্দরের পুজারী। বর্তমান সময়ে আমাদের সমাজে কালোকে কেউ পছন্দ করে না। তাই দিনে দিনে আমাদের সমাজের অবস্থা যেন আরো খারাপ হয়ে যাচ্ছে। যে খানে সরকার ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন দেখছে সেখানে এমন আচরণ কি কোনো ভাবে মেনে নেয়া যায়? পণের টাকা দিতে না পারায় মরতে হয় নিরুপমাকে। ভারতের বীরভূমের 'নিরুপমা'কে মরতে হলো তার গায়ের রং 'কালো' বলে। খাপ পঞ্চায়েত, সালিশি সভায় আদিবাসী মহিলাকে নির্যাতণ করার পর এবার জীবন্ত পুড়িয়ে মারা হলো। ঘটনাটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক গ্রামের।

ইংরেজি দৈনিক 'দ্য টেলিগ্রাফ' এর এক প্রতিবেদনে এ খবর জানা যায়। অভিযোগে জানা যায়, গায়ের রং কালো হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন পুড়িয়ে মারে এক সন্তানের জননী ২২ বছরের ওই যুবতীকে। তাদের উদ্দেশ্য ছিল ছেলের আবার বিয়ে দিয়ে ফর্সা বউ ঘরে আনা।

মৃত্যুর সময় দেয়া জবানবন্দিতে নির্যাতিতা মেয়েটি পুলিশকে জানিয়েছেন, ৩ জুন রাতে তার স্বামী ও তিন দেবর এবং শাশুড়ি তাকে একটা ঘরের মধ্যে প্রথমে আটকে দেয়। তারপর চারদিকে কেরোসিন ছড়িয়ে আগুন ধরিয়ে দেয়।

আজ সকালে মৃত্যু হয় ওই তরুণীর। অভিযুক্ত স্বামী নাসির শেখ ও বাকি শ্বশুরবাড়ির লোকজন পলাতক। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, তিন বছর আগে নির্যাতিতা তরুণীর সঙ্গে ১ লাখ টাকা ও ১০ কাঠা জমি পণের বিনিময়ে বিয়ে হয় নাসিরের। কিন্তু, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে আরো টাকা আনার জন্য অত্যাচার শুরু করে নাসির ও তার পরিবারের লোকজন।
৯ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে