আন্তর্জাতিক ডেস্ক : মোটা হওয়ার জন্য এবার চাকরি যেতে পারে এয়ার ইন্ডিয়ার বিমানের ক্রু-দের। তাদের ছয় মাস সময় দিয়েছেন কর্তৃপক্ষ। পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে, এই ছয় মাসে বাড়তি ওজন কমাতে পারলে চাকরি হারাতে হবে।
এয়ার ইন্ডিয়ার সূত্রে জানা গিয়েছে, তাদের ২,৮০০ জন কর্মীর মধ্যে ১৫০ জনের নাম স্থূলতার তালিকায় রয়েছে। একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এই মুহূর্তে যারা স্থূলতার তালিকায় রয়েছেন, তারা আগামী তিন মাস বিমানে যেতে পারবেন। কিন্তু তিন মাস পর তাদের ওজন মেপে দেখা হবে। তবে, ৬ মাস পরও যদি তারা ওই তালিকাতেই থাকেন, তবে আর তাদের ওড়ার অনুমতি দেয়া হবে না।
ওড়ার জন্য ফিট হতে গেলে কোনো শারীরিক সমস্যাবিহীন মহিলাদের BMI (বডি মাস ইনডেক্স) হতে হবে ২৫-২৭-এর মধ্যে। পুরুষদের ক্ষেত্রে এই সীমা ২৭-৩০। গত বছর ওড়ার জন্য উপযোগী ওজনের থেকে অনেক বেশি মোটা হওয়ায়, ১৩০ জন ক্রু মেম্বারকে বাদ দিয়েছিলেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ১৫ দিন পর কর্মীর অভাবের কারণে তাদের আবার ফিরিয়ে নেয়া হয়।
২০১৪ সালে মোটা হওয়ার জন্য তিনজন ক্রু-কে বরখাস্ত করা হলে, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাদের দাবি ছিল, ওজন কমানোর জন্য সময় দেয়া হোক কর্মীদের। এরপরই ক্রু-দের ওজন কমানোর জন্য ৬ মাস সময় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বিমান সংস্থা। তবে, ক্রু-এর অভাবের কারণে এই নির্দেশ কার্যকরী করা কতটা সম্ভবপর হবে, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন এয়ার ইন্ডিয়ার একটি সূত্র।
৯ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই