বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ১১:৪০:০২

চীনকে চাপে রাখতে ভারতের নানা কৌশল!

চীনকে চাপে রাখতে ভারতের নানা কৌশল!

আন্তর্জাতিক ডেস্ক : চীনকে চাপে রাখতে এবার ভিয়েতনামের কাছে অত্যাধুনিক ব্রাহ্ম ক্রুজ মিসাইল বিক্রি করতে চলেছে ভারত। ভিয়েতনাম ছাড়াও আরো ১৪টি দেশের সঙ্গে প্রাথমিকস্তরে কথাবার্তা চলছে।

ব্রাহ্ম নামে এই সুপারসোনিক ক্ষেপণাস্ত্রটি পুরোপুরি ভারত-রাশিয়ার যৌথ প্রচেষ্টায় বানানো। এর পাল্লা হলো ২৯০ কিলোমিটার। ভূমি ছাড়াও আকাশ এবং নৌপথ থেকেও অনায়াসে এই মিসাইল ছোড়া যাবে। টাইস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

বিশেষজ্ঞদের বক্তব্য, ভিয়েতনামকে মিসাইল বেচে একদিকে যেমন ভারতের রাষ্টীয় কোষাগারের আয় বাড়বে, অন্য দিকে চীনকেও খানিকটা চাপে রাখা যাবে। তা মাথায় রেখেই ব্রাহ্মর মতো অত্যাধুনিক মিসাইল ভিয়েতনামের হাতে তুলে দিচ্ছে ভারত।

যেখানে এই মিসাইলটি বানানো হয়, সেই ব্রাহ্ম এরোস্পেসের কাছে ইতিমধ্যেই বিক্রি বাড়ানো সংক্রান্ত সরকারি নির্দেশ পৌঁছে গিয়েছে। ভিয়েতনামকে দিয়ে শুরু হলেও, অদূর ভবিষ্যতে ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, চিলি ও ব্রাজিলের কাছেও এই মিসাইল বিক্রি করা হবে। চূড়ান্ত কথাবর্তাও হয়ে গিয়েছে।

নয়াদিল্লি সূত্রে খবর, এ ছাড়াও আরো ১১টি দেশ এই মিসাইলটি কিনতে আগ্রহী। ফিলিপিন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ রয়েছে তালিকায়। তবে, চুক্তি এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। প্রাথমিক স্তরে আলোচনা চলছে।
৯ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে