আন্তর্জাতিক ডেস্ক: সু-২৭ জঙ্গি বিমান দুর্ঘটনায় মৃত্যু হল বিমান চালকের৷ ঘটনাটি ঘটেছে রাশিয়ার রাজধানী মস্কোতে৷ দুর্ঘটনার জেরে ধূলিসাৎ গোটা বিমান৷ জানা গিয়েছে, এদিন বিমানটি মস্কোর পুসকিনো জেলার মুরানভো গ্রামে একটি আবাসিক এলাকার উপর ভেঙে পড়ে৷
মস্কোর স্বরাষ্ট্রমন্ত্রালয় সূত্রে জানিয়েছে, এই দুর্ঘটনার জেরে বিমানটি আবাসিক এলাকায় ভেঙে পড়লেও স্থানীয়দের কোনও ক্ষতি হয়নি। এদিনের এই ঘটনায় যুদ্ধ বিমানটিতে কোনও রকম গোলা বারুদ মজুত না থাকার কারণে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।-কলাকাতা২৪
১০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/সবুজ/এসএ