শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০৯:৫৪:১৩

‘দ্য গ্রেটেস্ট’ আলীর দাফন আজ, জানাজার টিকিট নিয়ে কাড়াকাড়ি

‘দ্য গ্রেটেস্ট’ আলীর দাফন আজ, জানাজার টিকিট নিয়ে কাড়াকাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীকে মুসলিম রীতিতে শেষ বিদায় জানানো হচ্ছে। গত সপ্তাহে প্রয়াত এই ধর্মান্তরিত মুসলিম নেতার নামাজে জানাজায় শরীক হতে সারা বিশ্ব থেকে মুসলমানরা সমবেত হয়েছেন যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইসভিলেতে।

বৃহস্পতিবার কেনটাকি এক্সপোজিশন সেন্টারে অনুষ্ঠিত তার জানাজায় শরীক হতে ১৪,০০০ বেশি লোক টিকিট কিনেছেন।  সারাবিশ্বের টিভি ও অনলাইনে তার জানাজার নামাজ প্রচারিত হয়।

আয়োজকরা বলছেন, মুসলিমদের হিরো হিসেবে বিবেচিত মুহাম্মদ আলীর জানাজায় শরীক হওয়াটাকে অনেকেই বিরল সুযোগ হিসেবে দেখছেন।

মাত্র ২২ বছর বয়সে ইসলামের পথে যাত্রা শুরু করেছিলেন  হেভিওয়েট বক্সিংয়ে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন মুহাম্মদ আলী। গত ৫০ বছর তিনি ছিলেন একজন খ্যাতিসম্পন্ন মুসলিম, বিশেষ করে আমেরিকায়।

মুহাম্মদ আলীর মৃত্যুর মাধ্যমে আমেরিকার জনগণ মুসলিমদের সম্পর্কে আরো ভালোভাবে জানার সুযোগ পাবেন বলে আশা করছেন জানাজার আয়োজকরা।

গত শুক্রবার ৭৪ বছর বয়সে মারা যান মুহাম্মদ আলী। প্রথমে তিনি ন্যাশন অব ইসলামে যোগদান করলেও পরে ইসলামের মূলধারা সুন্নী ইসলামে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিশ্বের মুসলিমদের অনুপ্রেরণার উৎসে পরিণত হন।

যুক্তরাষ্ট্রের খ্যাতিমান ইসলামি পণ্ডিত এবং মুহাম্মদ আলীর জানাজায় ইমামতি করা ইমাম জায়েদ শাকির বলেন, ‘ বিশেষ যে কারণে মুহাম্মদ আলী  অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করেছিলেন তা হলো তিনি তার ধর্মবিশ্বাস ও নীতির জন্য তার খ্যাতি, অর্থ, বিত্ত, গ্ল্যামারসহ সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন।’

শুক্রবার তার জন্য সর্বধর্মীয় স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়েছে যাতে ইহুদি এবং খ্রিষ্টানরাও অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে তার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে।

মুহাম্মদ আলীর জানাজায় শরীক হতে ১৫৫০০ টিকিট বিক্রির ঘোষণা দেয়া হলে তা এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। পরে টিকিটের সংখ্যা আরো বাড়ানো হয়। -আলজাজিরা
১০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে