শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০১:০৬:৪৮

রাম মন্দির নির্মাণ করা হলে ভারত ধ্বংস হয়ে যাবে : হাশিম আনসারী

রাম মন্দির নির্মাণ করা হলে ভারত ধ্বংস হয়ে যাবে : হাশিম আনসারী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাধু-সন্তদের একটি দল উজ্জয়নীতে অখিল ভারতীয় সাধু সম্মেলন এবং ধর্ম সংসদ থেকে রাম মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছে। শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন থেকে জানানো হয়েছে, আগামী ৯ নভেম্বর থেকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। সাধুদের দাবি, ‘রাম মন্দির নির্মাণের সঙ্গে কেন্দ্রীয় মোদি সরকারের কোনো সম্পর্ক নেই। মানুষের সহযোগিতাতেই মন্দির নির্মাণ করা হবে।’

এদিকে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ঘোষণা দেয়ায় সাধু-সন্তদের ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বাবরী মসজিদ মামলার প্রধান বাদী হাশিম আনসারী। এ ঘোষণায় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কেউ যেন আইনকে বিদ্রূপ না করে, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে।’

হাশিম আনসারী বলেছেন, ‘মসজিদকে তো ধ্বংস করে দেয়া হয়েছে। কিন্তু এবার যদি মন্দির তৈরি করার চেষ্টা করা হয় তাহলে মন্দিরও তৈরি হয়ে যাবে। কিন্তু দেশ বিধ্বস্ত এবং ধ্বংস হয়ে যাবে।’

ধর্ম সংসদের ওই সভায় সাধু-সন্তদের মধ্যে সাধু আত্মানন্দ, সুদর্শন মহারাজ, শ্রীমহন্ত অবধ কিশোর দাস, শাশ্বতানন্দ, নরেন্দ্রানন্দ, চন্দ্রদেব দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উত্তর প্রদেশের বিজেপি প্রেসিডেন্ট কেশব প্রসাদ মৌর্য সাধু-সন্তদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, আমরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাই, কিন্তু সাধুদেরও শ্রদ্ধা করি।

তিনি বলেন, ‘আমি চাই আজই নির্মাণ কাজ শুরু হোক। কিন্তু সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন রয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলে তখন নির্মাণ করা হবে। যদিও সাধুরা যা বলেছেন, আমরা তাকে সম্মান জানাই।’

গত ৫ মে বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় রাম মন্দির নির্মাণ প্রসঙ্গ তুলে ধরেন বিজেপি সংসদ সদস্য সুব্রমনিয়াম স্বামী। তিনি সুপ্রিম কোর্টে দৈনিক এ সংক্রান্ত মামলার শুনানির দাবিতে জোরালো সাফাই দেন। এ নিয়ে সরকারের বিবৃতিও দাবি করেন তিনি।
১০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে