শনিবার, ১১ জুন, ২০১৬, ১২:৪৭:৩৪

‘স্বপ্নে আমাকে খুন করতে বলেছিল প্রেতাত্মা’

‘স্বপ্নে আমাকে খুন করতে বলেছিল প্রেতাত্মা’

আন্তর্জাতিক ডেস্ক : 'স্বপ্নেই খুন করার নির্দেশ পেয়েছিলাম। তাই করেছি।' ধরা পড়ে পুলিশের কাছে একথা বলেছে এক সাইকো কিলার। ভারতের পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকা থেকে তাকে ধরা হয়েছে।

এখনও পর্যন্ত দুটি খুন করেছে বিনোদ নামে এই অভিযুক্ত হত্যাকারী। বুধবার ভোর ৪টা নাগাদ কল্যাণপুরী এলাকায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশের কাছে জেরায় সে আরও জানিয়েছে, এর আগে উন্নাওয়ে এক ফুটপাথবাসীকে পাথর দিয়ে থেঁতলে হত্যা করেছিল সে। সেটাও স্বপ্নে দেখা দেওয়া এক প্রেতাত্মার নির্দেশে সে করেছিল।

দিল্লি পুলিশের দাবি, উত্তরাখণ্ডের বাসিন্দা বিনোদ সম্পূর্ণভাবে মানসিক বিকারের শিকার। তার বাবাও একজন মানসিক রোগী ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। আর কোনও খুনের ঘটনার সঙ্গে বিনোদ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে দিল্লি পুলিশের ডিসিপি জানিয়েছেন।  

৯ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে