আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে জনসমর্থনের দিক দিয়ে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। নতুন জনমত জরিপে এমনই তথ্য উঠে এসেছে।
রয়টার্স এবং ইপসোস পরিচালিত এ জরিপে দেখা যাচ্ছে- হিলারি ক্লিনটন ১১ ভাগ জনসমর্থন বেশি পেয়েছেন। তিনি পেয়েছেন শতকরা ৪৬ ভাগ জনসমর্থন আর ট্রাম্পের পক্ষে সমর্থন দিয়েছেন শতকরা ৩৫ ভাগ ভোটার। তবে শতকরা ১৯ ভাগ ভোটার এ দুই প্রার্থীর কাউকেই সমর্থন করছেন না। আগামী নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
প্রাইমারিতে ডেমোক্র্যাট দলের প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে পরাজিত করার পর হিলারির দলীয় মনোনয়ন নিশ্চিত হয়। এরপর প্রেসিডেন্ট বারাক ওবামা হিলারির মনোনয়নের প্রতি সমর্থন দেন। ওবামার সমর্থন ঘোষণার একদিন পর এই জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হলো।
অন্যদিকে, রিপাবলিকান দলের ১৬ জন মনোনয়ন প্রত্যাশীকে পরাজিত করে মে মাসের দিকে প্রার্থীতা নিশ্চিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
১১ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই