আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে মরুভূমিতে পরিণত করতে ধীরে ধীরে ঘুঁটি সাজাচ্ছে ভারত৷ শুধু অস্ত্রে নয়, পাকিস্তানকে ভাতে মারতে সে দেশের শিল্প, বাণিজ্য ও কৃষিক্ষেত্রকে সমূলে ধ্বংস করে ফেলে পাকিস্তানকে একেবারে মরুভূমির মতো রুক্ষ করে তুলতে চায় ভারত৷
ইতিমধ্যেই এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কয়েকজন কর্তা ও ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা অত্যন্ত গোপনে একাধিক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন৷ চাঞ্চল্যকর এই দাবি তুলেছেন, জামাত-এ-ইসলামির আমীর সেনেটর সিরাজুল হক৷
ভারতের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সিরাজুলের দাবি, ভারতকে পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে প্রবেশাধিকার দিলে পাকিস্তানের কফিনে শেষ পেরেকে পুঁতে দেওয়ার সামিল হবে৷ সেনেট অধিবেশন শেষে পার্লামেন্ট হাউসের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমেরিকা চায় চিনের উপর খবরদারি করুক ভারত৷ ওবামা চান, ভারত পুলিশের মতো নজর রাখুক বেজিংয়ের উপর৷’
কিন্তু ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে মরুভূমিতে পরিণত করার মতো গুরুতর অভিযোগ তুলছেন কেন? সিরাজুল হকের যুক্তি, সম্প্রতি আফগানিস্তানকে অত্যধিক গুরুত্ব দিচ্ছে ভারত৷ তার একমাত্র কারণ, কাবুল নদীর জল৷ ওই নদীর জল নিয়ন্ত্রণ করে পাকিস্তানকে ধ্বংস করে দিতে চায় ভারত৷ পাশাপাশি কাশ্মীরেও একাধিক গুরুত্বপূর্ণ নদীর উপর বাঁধ নির্মাণ করে পাক অধুষ্যিত শস্যশ্যামলা পাঞ্জাবকেও রুক্ষ করে তোলার অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে৷
তবে পাকিস্তানের দুর্দশার জন্য সে দেশের বিদেশমন্ত্রকের অপদার্থতাকেও দায়ী করেছেন সিরাজুল হক৷ তাঁর মতে, এনএসজি ইস্যুতে ভারতের পাশে যখন একের পর এক দেশ দাঁড়িয়ে সমর্থন জানাচ্ছে, তখন পাক বিদেশমন্ত্রকের তুঘলকি নীতি দিন দিন পাকিস্তানকে নির্জন দ্বীপে পরিণত করছে৷
১২ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস