রবিবার, ১২ জুন, ২০১৬, ০৮:২১:২৮

পবিত্র রমজানের পর ‘মিলিয়ন ম্যান’ মার্চের হুঁশিয়ারি দিলেন মুক্তাদা সাদর

পবিত্র রমজানের পর ‘মিলিয়ন ম্যান’ মার্চের হুঁশিয়ারি দিলেন মুক্তাদা সাদর

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে সরকার-বিরোধী বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ পর্যায়ের শিয়া নেতা মুক্তাদা আস-সাদর। একইসঙ্গে তিনি পবিত্র রমজানের মাসের পর ‘মিলিয়ন ম্যান’ মার্চের ডাক দেবেন বলে সতর্ক করে দিয়েছেন।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি মনে করি রমজানে মাসে সব ধরনের বিক্ষোভ কর্মসূচিতে বিরতি দেয়া লাভজনক হবে। তিনি তার অনুসারিদেরকে জুলাই মাসের শেষ দিকে ‘শান্তিপূর্ণ ও জনপ্রিয় মিলিয়ন ম্যান’ বিক্ষোভে অংশ নেয়ার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে তিনি তার অনুসারিদেরকে ঠেকিয়ে রাখবেন না।

মুক্তাদা আস-সাদরের অনুসারিসহ ইরাকের বিভিন্ন স্তরের জনগণ দেশটিতে রাজনৈতিক সংস্কার ও দুর্নীতি অবসানের দাবিতে কয়েক মাস ধরে বিক্ষোভ করছে এবং প্রতি শুক্রবার বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠান অনেকটা নিয়মে পরিণত করেছে।

এরইমধ্যে বিক্ষোভকারীর দু দফা বাগদাদের নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোনে ঢুকে বিক্ষোভ করেছে। সেখানে ইরাকের গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিদেশি দূতাবাস রয়েছে। বিক্ষোভ দমন করতে গিয়ে ইরাকের নিরাপত্তা বাহিনী শক্তি প্রয়োগ করে এবং দুজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।
১২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে