রবিবার, ১২ জুন, ২০১৬, ০৫:১৪:২৮

বেকারত্বের হার কমিয়ে নজির গড়ল কানাডা

বেকারত্বের হার কমিয়ে নজির গড়ল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় বেকারত্ব বেড়েই চলেছে। তবে সেই বেকারত্বের লাগাম টানতে সক্ষম হয়েছেন কানাডার সরকার। গত মে মাসে শতকরা হার ০.২ শতাংশ কমে দাঁড়াল ৬.৯ শতাংশে৷ প্রায় এক বছরের মধ্যে এই হার সবচেয়ে কম।

আজ ১২ জুন রবিবার সরকারি এক পরিসংখ্যান প্রকাশ করল কানাডা সরকার৷ কানাডায় প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে প্রায় ১৪ হাজার বেকারের কর্মসংস্থান হয়েছে৷ যা ছিল প্রত্যাশার চেয়ে অনেক বেশি।

গত মে মাসে সার্বিকভাবে ফুল-টাইম কর্মীর সংখ্যা বেড়ে ৬১ হাজারে দাঁড়ালেও পার্ট-টাইম কর্মীর সংখ্যা ৪৭ হাজার হ্রাস পেয়েছে। যে খাতে অধিক লোকের কর্মসংস্থান হয়েছে, প্রশাসন, নির্মাণ, ব্যবসা, শিক্ষা ও প্রস্তুতকারী বিভিন্ন প্রতিষ্ঠানে।
১২ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে