রবিবার, ১২ জুন, ২০১৬, ০৫:৩০:১৯

মাত্র ৩০০ টাকা বখশিস বাবা মেটাতে না পারায় প্রাণ গেল ছেলের

মাত্র ৩০০ টাকা বখশিস বাবা মেটাতে না পারায় প্রাণ গেল ছেলের

আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতালের কর্মচারীদের চাওয়া টাকা পূরণে ব্যর্থ বাবা।  এতে মৃত্যু হলো ১৮ বছরের ছেলের৷ এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের মাদুরাইয়ের রাজাজী সরকারি হাসপাতালে৷

বিষয়টি সামনে এসেছে ওই মৃত ছেলেটির বাবা মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠিতে সমস্ত বিষয়টি জানিয়ে পদক্ষেপ গ্রহণের দাবি জানালে৷

জানা গেছে, জি গণপতি নামের ওই ব্যক্তি গত ২ মে তাঁর ছেলে রাজেন্দ্র প্রসাদকে নিয়ে ওই সরকারি হাসপাতালে ভর্তি করাতে যান৷ কারণ তার ছেলে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল৷

মৃত ছেলেটির বাবা জি গণপতি জানিয়েছেন যে, হাসপাতালে যে ব্যক্তিটি স্ট্রেচারে করে তার ছেলেকে ভেতরে নিয়ে যাচ্ছিল সে তার কাছ থেকে ৩০০ টাকা বখশিস দাবি করেছিল৷

জি গণপতি তা দিতে অপারগ হলে ওই ব্যক্তি অ্যাডমিশন স্লিপ নিয়ে চম্পট দেয়৷ এরপর নিজের ছেলেকে নিজেই হাসপাতালের বেডে নিয়ে যান জি গণপতি৷

কিন্তু অ্যডমিশন স্লিপ ছাড়া ডাক্তার চিকিৎসা শুরু না করায় মারা যায় ছেলেটি৷ এখানেই শেষ নয় ছেলেটি মারা যাওয়ার পর তার দেহ হাসপাতালের মর্গে নিয়ে যেতেও এক মহিলা কর্মী ৮০ টাকা বখশিস নেয় বলে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেন জি গণপতি৷

এ বিষয়ে হাসপাতালের ডিন ডা. এম আর ভাইরামুথুর রাজু জানিয়েছেন, যে ব্যক্তি জি গণপতির কাছ থেকে টাকা চেয়েছিল সে ওই হাসপাতালের কর্মী নয়।  

রাজ্যের স্বাস্থ্য সচিব জে রাধাকৃষ্ণ জানিয়েছেন, ওই ব্যক্তির পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে৷
১২ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে