রবিবার, ১২ জুন, ২০১৬, ০৬:২১:৩৫

‘সংঘর্ষ সৃষ্টি করছে আমেরিকা, ভারত, জাপান’

‘সংঘর্ষ সৃষ্টি করছে আমেরিকা, ভারত, জাপান’

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব চীন সাগরের কাছে আমেরিকা, ভারত ও জাপানের যৌথ সামরিক মহড়া ওই এলাকায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি করেছে। চীনের সামরিক বিশেষজ্ঞ দিউ ওয়েংলং এ কথা বলেছেন।

তিনি বলেন, গতকাল ১১ জুন শনিবার থেকে দিয়াউয়ু দ্বীপপুঞ্জে এই তিন দেশ যে সামরিক মহড়া শুরু করেছে তাতে সেখানকার সমুদ্র ও আকাশসীমার পরিস্থিতি আরো খারাপ হবে। দিয়াউয়ু দ্বীপপুঞ্জকে জাপান সেনকাকু বলে থাকে। প্যারিস টুডের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

তিন দেশের এ মহড়ায় সর্বাধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্রপাতি ব্যবহার করা হবে। সামরিক সূত্রগুলো বলছে, মহড়ায় সাবমেরিন শনাক্ত করার জাহাজ ব্যবহার করছে জাপান। এ প্রসঙ্গে চীনা সামরিক বিশেষজ্ঞ ওয়েংলং বলেন, তিন দেশের এসব উন্নত সামরিক সরঞ্জাম ব্যবহারের কারণে মনে করা হচ্ছে- তারা এ এলাকায় সংঘর্ষ সৃষ্টি করতে চাইছে। এছাড়া, তিন দেশের সামরিক মহড়া সমুদ্র উপকূলে চীনের সামরিক কর্মকাণ্ডের জন্য হুমকি।
১২ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে