রবিবার, ১২ জুন, ২০১৬, ০৮:২০:৩৭

নৈশক্লাবে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ২০

নৈশক্লাবে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সমকামীদের একটি নৈশক্লাবে এলোপাতাড়ি গুলি।  এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন ৪২ জন।

এ খবর দিয়েছে বিবিসি।

এতে বলা হয়, ফ্লোরিডার অরলান্ডো শহরের পালস নৈশক্লাবে স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ঘটনার প্রায় তিন ঘন্টা পর তারা ওই নাইট ক্লাবটির ভেতরে ঢুকে আক্রমণকারীকে হত্যা করে।

এ হামলার ঘটনাকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করলেও তা অভ্যন্তরীণ নাকি আন্তর্জাতিক তা নিয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

পুলিশের বরাত দিয়ে বিবিসি বলছে, হামলায় একজন অংশ নেন এবং তিনি স্থানীয় কেউ নন। ঘটনায় হতাহতদের স্বজনরা হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছেন।

অরলান্ডো পুলিশ প্রধান জন মিনা বলেন, স্থানীয় সময় রাত ২টার দিকে এক বন্দুকধারী এ হামলা চালায়।  পরে তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তার গুলি বিনিময় হয়।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 ১২ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে