আন্তর্জাতিক ডেস্ক : তুতো ভাইয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্বামীর হাত থেকে নিস্তারের কোনো পথ পাচ্ছিলেন না স্ত্রী। এ জন্য স্বামীকে খুন করার পরিকল্পনা করে স্ত্রী।
সে মোতাবেক স্বামীকে খুন করে বসল স্ত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।
জানা গেছে, ইঞ্জিনিয়ার কেশব রেড্ডিকে পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেন স্ত্রী শিল্পা রেড্ডি। এরপর অচৈতন্য কেশবের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করেন শিল্পা।
ঘটনার পর তুতো ভাই বাসুদেব রড্ডি এবং বাবা-মা রামচন্দ্র রেড্ডি এবং বিজয়লক্ষী রেড্ডির সাহায্যে কোলার জেলার শ্রীনিবাসপুরে একটি লেকে কেশবের দেহ ফেলে দেন তিনি।
শিল্পার তুতো ভাই বছর ২২-এর বাসুদেবের সম্পর্ক ছিল বলে জানা গেছে। তিনি বিদেশে বাসুদেবের সঙ্গে সংসার পাততে চাচ্ছিলেন।
এর জন্য স্বামী কেশবের হাত থেকে নিষ্কৃতি পেতে চাচ্ছিলেন শিল্পা।
শ্রীনিবাসপুরে শনিবার রাতে কেশবের মৃতদেহ ফেলে দেয়ার পরই শিল্পা তার ননদকে ফোন করেন। জানতে চান, কেশব তার দেশের বাড়িতে ঠিকঠাক করে পৌঁছেছেন কি-না।
পরে কেশবের মৃতদেহ উদ্ধার হতেই তার বোন শিল্পার ফোনের ব্যাপারে পুলিশকে জানান। পুলিশ শিল্পার মোবাইল লোকেশন স্ক্যান করতেই সন্দেহ দৃঢ় হয়।
জেরায় শিল্পা স্বামীকে খুন করার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। শিল্পার বাবা-মা এবং তুতো ভাই যার সঙ্গে সম্পর্ক ছিল বলে দাবি করেছে পুলিশ, সেই বাসুদেবকেও গ্রেফতার করা হয়েছে।
১২ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম