আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার উপহার দেয়া ছাড়াও বিভিন্ন দুর্নীতির অভিযোগে গুয়াতেমালার দুই সাবেক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় গঠিত এক তদন্ত কমিশনের অংশ হিসেবেই গ্রেফতার করা হয় ওই দুই সাবেক মন্ত্রীকে।
ম্যানুয়েল লোপাজ অ্যামব্রোসিও এবং মাউরিসিও লোপাজ বনিলা নামের ওই দুই সাবেক মন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয় করার অভিযোগও রয়েছে।
জনগণের অর্থ ব্যয় করে একটি হেলিকপ্টার কিনে তৎকালীন প্রেসিডেন্ট ওট্টো পেরেজ মলিনাকে উপহার দেন তারা।
প্রেসিডেন্ট মলিনা অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। মলিনা সরকারের সময় ম্যানুয়েল লোপাজ অ্যামব্রোসিও প্রতিরক্ষামন্ত্রী এবং মাউরিসিও লোপাজ বনিলা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট মলিনাকেও গ্রেফতার করা হয়। জনগণের প্রবল প্রতিবাদের মুখে মেয়াদ শেষ হওয়ার ৪ মাস আগেই ক্ষমতা ছেড়ে দেন তিনি।
ক্ষমতাচ্যুত হওয়ার একদিন পর ২ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়। সূত্র : বিবিসি
১২ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম