সোমবার, ১৩ জুন, ২০১৬, ০৬:০৭:৩৯

এবার ওবামার পদত্যাগ চাইলেন বিতর্কিত ট্রাম্প

এবার ওবামার পদত্যাগ চাইলেন বিতর্কিত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর পুরুষ সমকামীদের নাইট ক্লাবে হত্যাকাণ্ডের ঘটনায় প্রেসিডেন্ট বারাক ওবামার দ্রুত পদত্যাগ চেয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

গতকালের ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। হামলায় ৫০ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছে। আমেরিকার ইতিহাসে গতকালের এ ঘটনা হচ্ছে সবচেয়ে বড় ‘গণ-গোলাগুলি’র ঘটনা। খবর প্যারিস টুডে।

মার্কিন গণমাধ্যম হত্যাকারীকে ওমর মতিন নামে পরিচয় দিয়েছে। সে নিজে ওই ক্লাবে ঢুকে সেখানকার লোকজনকে পণবন্দী করে ফেলে এবং হত্যাযজ্ঞ চালায়। পরে পুলিশি অভিযানের মুখে সে নিজেও মারা যায়।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট ওবামা কী তাহলে শেষ পর্যন্ত ইসলামি মৌলবাদী সন্ত্রাসবাদ স্বীকার করতে যাচ্ছেন? যদি তিনি তা না করেন তাহলে তাকে শিগগিরি পদত্যাগ করা উচিত।” নিউ ইয়র্কের ধনকুবের তার টুইটার অ্যাকাউন্টে এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, “অরল্যান্ডোতে যা ঘটেছে তা কেবল ঘটনার শুরু। আমাদের নেতৃত্ব দুর্বল এবং অকার্যকর। আমি এগুলো নিষিদ্ধ করার জন্য বলেছিলাম। এদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে।”

ইসলামভীতি নিয়ে নানা মন্তব্য করে এরইমধ্যে ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি এর আগে মুসলমানদের আমেরিকায় প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের কথাও বলেছেন। গতকালের ঘটনাকে তিনি “ইসলামি মৌলবাদী সন্ত্রাসবাদ” বলে মন্তব্য করেছেন।
১৩ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে