আন্তর্জাতিক ডেস্ক : আত্মহত্যার হুমকি আগেও দিয়েছেন এবার দিলেন আদালতের কাঠগড়ায়। চিটফান্ড নিয়ে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ঠিকভাবে তদন্ত করছে না বলেও অভিযোগ তুলেন একাধিকবার।
একবার নিজের সেলের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এবার ফের আত্মহত্যার হুমকি দিলেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষ।
আজ সোমবার ব্যাঙ্কশাল আদালতে দাঁড়িয়ে বিচারকের সামনেই আত্মহত্যার হুমকি দেন তিনি। তিনি বলেন, সিবিআই যদি আমার বক্তব্য না শোনে, তাহলে আমি আদালতের মধ্যেই সুইসাইড করব।
বিচারককে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কুণাল বলেন, আপনারা কেউ কিছু করতে পারবেন না। পাশাপাশি নিজেকে ‘মৃত সৈনিক’ বলে কুণালের আক্ষেপ, মৃত সৈনিকের দেহের ওপর তরোয়াল চালাচ্ছে সিবিআই।
এ কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সাংসদ। বিচারক অরবিন্দ্র মিশ্রের কাছে তিনি জানান, ২০১৩ সালের ২৩ নভেম্বর থেকে জেলে রয়েছি। আমার পরিবার ভেঙে গেছে।
CBI-কে তিনি একাধিক প্রমাণ জমা দিয়েছেন বলে দাবি করেন কুণাল। তিনটি সিডি তিনি কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে তুলে দিতে চান বলেও জানান।
কিন্তু এরপরও যদি CBI কোনো ব্যবস্থা না গ্রহণ করে তাহলে তিনি আদালতেই আত্মহত্যা করবেন বলে হুঁশিয়ারি দেন।
কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী আদালতের কাছে দুটি পিটিশন জমা দেন। সঙ্গে তিনটি সিডি জমা দিতে চাইলে বিচারক তার প্রয়োজন নেই বলে জানান।
তখনই নিজের স্বপক্ষে বলতে শুরু করেন কুণাল। বিচারককে তিনি বলেন, এর আগেও তিনি একাধিক পিটিশন পাঠিয়েছেন। কিন্তু তা কোনো কারণে বিচারকের কাছে পৌঁছেনি।
১৩ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম