শুক্রবার, ১৭ জুন, ২০১৬, ১১:৫৪:২১

ন্যাটোর যুদ্ধজাহাজের পিছু নিল রাশিয়ার গোয়েন্দা জাহাজ

ন্যাটোর যুদ্ধজাহাজের পিছু নিল রাশিয়ার গোয়েন্দা জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর যুদ্ধজাহাজকে পিছু নিয়েছে প্রতিদ্বন্দ্বী রাশিয়ার গোয়েন্দা জাহাজ। এই ঘটনা জানতে পেরে কি করল ন্যাটো?
 
জোটের সামরিক কমান্ডার ভাইস অ্যাডমিরাল জেমস জি. ফোগো বলেছেন, বাল্টিক সাগরে সামরিক মহড়ার সময় ন্যাটোর যুদ্ধজাহাজকে অনুসরণ করছে রাশিয়ার গোয়েন্দা জাহাজ।

তিনি আরো বলেন, আমরা রাশিয়ার দুটি জাহাজকে চিহ্নিত করেছি। তবে গভীর সাগরে রুশ সেনাদের আচরণ সন্তোষজনক ছিল বলে উল্লেখ করেন তিনি।

বাল্টিক সাগরে ন্যাটোর সামরিক মহড়া নিয়ে গত সপ্তাহে মস্কো থেকে আলোচনা করে আসা একটি মার্কিন প্রতিনিধিদলকে অ্যাডমিরাল ফোগো এসব কথা জানিয়েছেন।

বাল্টিক সাগরে গত ৩ জুন থেকে ন্যাটোর সামরিক মহড়া শুরু হয়েছে এবং আগামী ১৯ জুন পর্যন্ত চলবে। এ মহড়ায় নেতৃত্ব দিচ্ছেন অ্যাডমিরাল জেমস জি. ফোগো। মহড়ায় ৪০টির বেশি জাহাজ এবং ৬,০০০ সেনা অংশ নিচ্ছেন। এতে ন্যাটোর বাইরের দেশ ফিনল্যান্ড ও সুইডেন যোগ দিয়েছে।
১৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে