আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগেই বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা চালু হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোতে। এবার রাজ্যের সব কলেজেই ফ্রি ওয়াইফাই পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
গত এক বছরে কলকাতার বিভিন্ন জায়গায় বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা চালু হয়েছে। তবে নিখরচার ওয়াইফাই জোনে দল বেঁধে স্মার্টফোনে ঘাড় গুঁজে থাকছেন তরুণ-তরুণীরা। নেট সার্ফিংয়ের বিরাম নেই।
ফ্রি ওয়াইফাই জোনের সুবিধেটা বেশি মনে ধরেছে ‘জেনারেশনেক্সট’-এর। তবে বলেজে কলেঝে বিণামূল্যে এই পরিষেবা চালু হলে ছাত্রছাত্রীদের কাছে অন্য একটা দিগন্ত খুলে যাবে বলে মনে করছেন সকলে।
ছাত্র-ছাত্রীরা যদিও বলছে, ফ্রি ওয়াইফাইয়ের দৌলতে কলেজে বসেই চাকরি সংক্রান্ত খুঁটিনাটি ঘাঁটাঘাঁটি করা যাবে বা অন্য বিশ্ববিদ্যালয়ে কী কোর্সের সুবিধা রয়েছে, কোথায় কোন প্রজেক্ট চালু হল, এ-সব খবরও আঙুলের ডগায় চলে আসবে, কিন্তু প্রশ্ন উঠেছে, ছাত্র-ছাত্রীরা নেট ঘেঁটে পড়াশোনায় কতটা মগ্ন থাকবেন আর কতটা ফেসবুক-হোয়াটসঅ্যাপের আড্ডায়।
শিক্ষামন্ত্রী অবশ্য ছাত্রছাত্রীদের শুভবুদ্ধির উপরেই আস্থা রাখছেন। তিনি মনে করেন, কলেজপড়–য়ারা প্রাপ্তবয়স্ক। নিজেদের ভাল তাঁরা বুঝবেন, এটাই প্রত্যাশিত। আর ছাত্রছাত্রীদের জন্য সহজে নেটচর্চার রাস্তা খুলে দেওয়াটাই ঠিক রাস্তা বলে মনে করছেন শিক্ষামন্ত্রী।
১৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম