শুক্রবার, ১৭ জুন, ২০১৬, ০৩:৩২:১২

বোরকা-নেকাব পরতে পারবে না বুলগেরিয়ার নারীরা

 বোরকা-নেকাব পরতে পারবে না বুলগেরিয়ার নারীরা

আন্তর্জাতিক ডেস্ক : বোরকা-নেকাব পরতে পারবে না বুলগেরিয়ার নারীরা।  ফ্রান্স ও নেদারল্যান্ডের পর এবার ইউরোপীয় ইউনিয়নের বুলগেরিয়ায় বোরকা ও নেকাব নিষিদ্ধ করা হয়েছে।  

গত বুধবার দেশটির সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয় এ সংক্রান্ত একটি আইন।

এ খবর দিয়েছে টেলিগ্রাফ।

খবরে বলা হয়েছে, বুলগেরিয়ার সংসদের ১৮৮ জন সাংসদের মধ্যে ১৮০ জন বোরকা নিষিদ্ধ সংক্রান্ত আইনটির পক্ষে ভোট দিয়েছেন।

এর আগে অফিস, স্কুল ও জনসম্মুখে মুখমণ্ডল পুরোপুরি বা আংশিক ঢেকে রাখার ওপর এই নিষেধাজ্ঞার প্রস্তাব করে দেশটির জাতীয়তাবাদী নির্বাচনী জোট পেট্রিওটিক ফ্রন্ট পিএফ।

তাদের প্রস্তাটি বুধবার সংসদে পাস হলে বুলগেরিয়ায় বোরকা ও নেকাব নিষিদ্ধ হলো।

আইনে বলা হয়, সব প্রাতিষ্ঠানিক কার্যালয় এবং প্রশাসনিক, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের মতো জনসম্মুখে এ আইন প্রযোজ্য হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বরে প্যারিস হামলার পর ফ্রান্সে স্কুল ও সরকারি অফিসে নেকাব, হিজাব এবং যেকোনো ধরনের ধর্মীয় প্রতীক পরা নিষিদ্ধ করা হয়।

চলতি বছরের মে থেকে স্কুল, হাসপাতাল ও গণপরিবহনে নেকাব পরার ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করে ডাচ্ সরকার।  এবার হলো বুলগেরিয়ায়।

১৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে