আন্তর্জাতিক ডেস্ক : এবার ঘটনা এক ব্যতিক্রমী ঘটনা। এ ঘটনা ঘটিয়েছেন পাকিস্তানের এক নারী। বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিককে এসিড ছুড়ে ঝলসে দিয়েছেন তিনি। এসিড নিক্ষেপ করায় তাকে আটক করা হয়েছে।
এ খবর দিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, মোমেল মাই নামের ওই নারী সাদাকাত আলির সাথে দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন। কিন্তু প্রেমিক তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় ক্ষোভে তার গায়ে এসিড ছুড়ে মারে মোমেল।
মোমেল মাই বলেছেন, সাদাকাত তার ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে তিনি এসিড ছুড়েছেন। এসিডদগ্ধ সাদাকাত মুলতানের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সাদাকাত যখন বাথরুমে গোসল করছিল তখন তার গায়ে এসিড ছুড়ে মারেন প্রেমিকা মোমেল।
তারা দুজনেই বিবাহিত। কিন্তু দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িত। মোমেল তার স্বামীকে তালাক দিয়ে সাদাকাতকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তাতে রাজি না হওয়ায় ক্ষোভে এসিড ছোড়ে মারে মোমেল।
১৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম