আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ককে মোটেই ভালো চোখে দেখছে না পাকিস্তান। ইসলামাবাদ চায় না ভারত ও আফগানিস্তানের ভেতরে দ্বিপক্ষীয় বাণিজ্য গড়ে উঠুক। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
তিনি দাবি করেন, “আফগানিস্তানের পরিকাঠামো ও স্বাস্থ্য খাত গড়ে তোলার জন্য সাহায্য করছে ভারত। এছাড়া, গরিব দেশ হওয়া সত্ত্বেও আফগানিস্তানকে অর্থ দিয়ে ভরে দিয়েছে দিল্লি।” তা সহ্য করতে পারছে না পাকিস্তান। এখানেই শেষ নয়, কারজাই আরো দাবি করেন, “আফগানিস্তানের সত্যিকারের বন্ধু হতে চায়
ভারত এবং আমরা চাই পাকিস্তানও একই কাজ করুক।”
তার মতে, পাকিস্তানের উচিত আফগানিস্তান, ভারত ও ইরানের সঙ্গে আঞ্চলিক জোট গড়ে তোলা। কিন্তু পাকিস্তানের অবস্থা হচ্ছে এমন যে, তারা মনে করে ভারতের সঙ্গে আফগানিস্তানের কোনো যোগাযোগ
থাকা উচিত নয়। যদি এই ইস্যুর সমাধান হয় তাহলে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কেও
উন্নতি হবে।
১৭ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই