শনিবার, ১৮ জুন, ২০১৬, ১২:৩৯:০৪

স্বামীর ২য় বিয়ের খবর শুনে অদ্ভূত কাণ্ড ঘটালেন স্ত্রী

স্বামীর ২য় বিয়ের খবর শুনে অদ্ভূত কাণ্ড ঘটালেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : স্বামী আরেক বিয়ে করছে, এমন খবর শোনার পর প্রতিটি নারীর স্বভাবতই খারাপ লাগার কথা। সেই খারাপ লাগাটা যদি ক্রোধে পরিণত হয় তাহলে যেকোন কিছু করে বসতে পারে! এর জেরে একেক নারী একেক রকম কাণ্ড করে বসেন।

তেমনই সৌদি আরবে এক নারী নিজের স্বামীর বিয়ের কথা শোনার পর তার বাড়িতে আগুন লাগিয়ে দিলেন! জানা যায়, ১০ বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। তাদের ঘরে রয়েছে ছয়টি সন্তান। সব মিলিয়ে সুখেই দিন কাটছিল তাদের। কিন্তু সম্প্রতি হুট করে দ্বিতীয় বিয়ে করে মোবাইল ফোনে স্ত্রীকে সেই বিয়ের খবর দেন স্বামী। এ খবর শুনে কোনোভাবেই নিজেকে সামলাতে পারেননি স্ত্রী।

ফলে গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেন তিনি। বর্তমানে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হানিমুন করছেন তার স্বামী। পরে আগুন ভয়াবহ আকার ধারণ করলে ওই নারী সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। এ খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ওই নারীর পাঁচ বছর বয়সী এক সন্তান অগ্নিদগ্ধ হয়েছে।
১৮ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে