শনিবার, ১৮ জুন, ২০১৬, ০৫:২৬:৩৮

নতুন নীতি গ্রহণ করতে যাচ্ছেন ওবামা

নতুন নীতি গ্রহণ করতে যাচ্ছেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : সন্তান হওয়ার চাইতে বাবা হওয়াটা আরো বেশি আনন্দের বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

 

যুক্তরাষ্ট্রের কর্মজীবী বাবাদের জন্য তাদের পরিবারকে সময় দেয়া সহজ করতে একটি নীতিও গ্রহণ করতে যাচ্ছে তার প্রশাসন।  এ উপলক্ষে ওবামা বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করেছেন।

 

আগামীকাল রোববার বাবা দিবসে মার্কিন সরকারের ওই পরিকল্পনা প্রকাশ করার কথা রয়েছে।  এর আগে শুক্রবার প্রেসিডেন্ট ওবামা বলেন, কর্মজীবী বাবারা যাতে তাদের পরিবার ও ছেলেমেয়েদের আরো বেশি সময় দিতে পারেন এজন্য নতুন নীতি গ্রহণ করতে যাচ্ছে তার প্রশাসন।

 

ওই নীতিতে ছুটিছাটাসহ বেশ কিছু সুযোগ সুবিধা থাকবে।

 

তিনি বলেন, আমরা চাই কর্মজীবী বাবারা তাদের সন্তানদের প্রতি আরো বেশি যত্নবান ও দায়িত্বশীল হয়ে উঠুক।  পরিবারকে সময় দেয়ার ক্ষেত্রে যেন কোনো ধরনের অজুহাত বের করতে না পারে।  এজন্য কর্মজীবী বাবাদের ওপর থেকে চাপ কমিয়ে নেয়া হচ্ছে।

 

ওবামা বলেন, সন্তান হওয়ার চাইতেও বাবা হওয়া অনেক বড় বিষয়।  ছেলেমেয়েদের ভালোবাসা আর সমর্থন দেয়ার মত সাহসিকতার কাজটি বাবারাই করে থাকেন।  তাই সেরা বাবা-মা হওয়ার  প্রতি আরো নজর দেয়া প্রয়োজন।

 

ছেলেমেয়ের সব প্রয়োজন পূরণ করার মাধ্যমে আমাদের জীবনে রোলমডেল স্থাপন করা উচিত বলেও জানান তিনি।

 

ওবামা বলেন, আমরা পরিবারের সঙ্গে যেসব মুহূর্ত কাটাই জীবনে তার চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না।  খাওয়ার টেবিলে বাচ্চাদের গল্পের ছলে অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করতে পারি, যা পরবর্তীতে শিশুদের শিক্ষা ও বেড়ে উঠার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

 

ওবামার মালিহা ও সাশা নামে দুই মেয়ে রয়েছে।

১৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে