আন্তর্জাতিক ডেস্ক : অভিযোগ করতে থানায় যান এক নারী। সেই নারীকে দিয়ে নিজের উদোম গা মালিশ করালেন থানার ডিউটি অফিসার।
এ ঘটনার দৃশ্য সামাজিক মাধ্যমে এলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। দ্রুত গা মালিশ করার ছবিটি ভাইরাল হয়ে যায়। এ নিয়ে বইছে সমালোচনার ঝড়।
ভারতের উত্তর প্রদেশের হরদোই জেলার একটি থানায় গত বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, একটি অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন এক নারী। ওই সময় থানায় ডিউটিরত অফিসার তাকে বলেন, তার অভিযোগ নেয়া হবে যদি তিনি তার গা মালিশ করে দেন। ওই নারীকে একপ্রকার জোরও করা হয়। উপায় না দেখে, ওই নারী পুলিশ অফিসারের গা মালিশ করে দেন।
এদিকে ছবিটি হু হু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নিন্দার ঝড় ওঠে। স্থানীয় মহিলা সমাজকর্মীরা অভিযুক্তের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ-মিছিল করেন। স্মারকলিপি পাঠানো হয় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকেও।
তবে পুলিশের একটি অংশের দাবি, অভিযোগ সত্য নয়। ওই নারী অভিযোগ দায়ের করতেও আসেননি। তিনি একজন দেশি আয়ুর্বেদিক মালিশ তেল বিক্রেতা, যা গেঁটে ব্যথার জন্য উপকারী।
ওইদিন তিনি ওই অফিসারকে দেখাচ্ছিলেন, কীভাবে ওই তেল ব্যবহার করতে হয়।
১৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম