শনিবার, ১৮ জুন, ২০১৬, ০৯:৩৪:০৭

নির্বাচনে এই সুন্দরীই নজর কাড়ছেন সবার

নির্বাচনে এই সুন্দরীই নজর কাড়ছেন সবার

আন্তর্জাতিক ডেস্ক : সুন্দরের পূজারী সবাই।  এই সুন্দরী নারীই সেখানে নজর কাড়ছেন সবার।  এর আগে রাজা থেকে দূত, সম্রাট থেকে পোপ, বর্বর থেকে একনায়ক- সবাই পুরুষ।  

সেই রোম এবার পেতে যাচ্ছে প্রথম নারী মেয়র। এমন ঘটনাকে ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে।

৩৭ বছর বয়সী এই নারী ভার্জিনিয়া রাজ্জি।  তিনি পেশায় আইনজীবী ও স্থানীয় কাউন্সিলর।  খুব দ্রুত ইতালির রাজনীতিতে নজর কাড়েন তিনি।  

ইতালির রাজনীতিতে তাকে উদীয়মান তারকা হিসেবে দেখা হচ্ছে।  জনমত জরিপে দেখা গেছে, প্রাচীন সভ্যতার শহর রোমের প্রথম নারী মেয়র হওয়ার পথে এগিয়ে রাজ্জি।

আগামীকাল রোববার রোমে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে।  গাঢ় সোনালি চুল ও সুন্দর মুখশ্রীর রাজ্জি সরকারবিরোধী ফাইভ স্টার মুভমেন্টের (এমফাইভএস) একজন তারকা প্রার্থী।

ডেমোক্রেটিক পার্টির (পিডি) নেতৃত্বে গঠিত প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির কোয়ালিশন সরকারের বিরুদ্ধে এমফাইভএস পার্টি বেশ ভালো অবস্থানে রয়েছে।

রোমে সফলতা পেলে ২০১৮ সালে অনুষ্ঠেয় ইতালির নির্বাচনে জাতীয় শক্তিতে পরিণত হতে পারে এমফাইসএস।  

প্রথম দফা ভোটের পর ৫ জুন রাজ্জি বলেন, আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি।  ওই ভোটে ৩৫ শতাংশ ভোট পান তিনি।  তার প্রতিদ্বন্দ্বী রবার্তো গিয়াশেত্তি ২৪ শতাংশ ভোট পেয়েছেন। এএফপি, রয়টার্স।

১৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে