শনিবার, ১৮ জুন, ২০১৬, ১০:৪০:০১

বান্ধবীকে খুন, সাজা কমাতে নকল পা খুলে চোখ মুছতে মুছতে এজলাসে হাঁটলেন বন্ধু

বান্ধবীকে খুন, সাজা কমাতে নকল পা খুলে চোখ মুছতে মুছতে এজলাসে হাঁটলেন বন্ধু

আন্তর্জাতিক ডেস্ক : বান্ধবীকে গুলি করে খুনের মামলায় সাজাপ্রাপ্ত অস্কার পিস্টোরিয়াসকে নকল পা খুলে হাঁটতে হলো ভরা এজলাসে।  ব্লেড রানার নামে পরিচিত পিস্টোরিয়াস সাজা কমানোর জন্য আদালতে আবেদন করেন।

সেই মামলার শুনানিতে বিচারক তাকে নকল পা খুলে হাঁটার নির্দেশ দেন।  

চোখের জল মুছতে মুছতে নকল পা খুলে সবার সামনে হেঁটে দেখান তিনি।  

পিস্টোরিয়াসের মত শারীরিক প্রতিবন্ধীর পক্ষে যে খুন করা সম্ভব নয় তা প্রমাণ করতেই ক্যামেরার সামনে হাঁটতে বলা হয় তাকে।

পাশাপাশি রিভা স্টিনক্যাম্পকে কীভাবে আঘাত করা হয়েছিল তার ক্ষতবিক্ষত ছবি জনসমক্ষে আনার আর্জিও মঞ্জুর করেন বিচারপতি।

এর আগে রিভার মা ও বাবা আদালতের কাছে ছবি প্রকাশের আবেদন জানিয়েছিলেন।  

পিস্টোরিয়াস কী নৃশংসতার সঙ্গে তাদের মেয়েকে খুন করেছিল তা বিশ্বের কাছে তুলে ধরা দরকার বলে সওয়াল করেছিলেন রিভার আইনজীবী।

সেই আবেদনকে মান্যতা দেন বিচারক।  ২০১৩ সালে ভ্যালেন্টাইনস ডে’র দিন পিস্টোরিয়াসের বাথরুম থেকে উদ্ধার হয়েছিল বান্ধবী রিভার ক্ষতবিক্ষত গুলিবিদ্ধ মৃতদেহ।
১৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে