শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:০০:৩৯

পুলিশের গুলিতে প্রাণ গেল হুইলচেয়ারে বসা রোগীর

 পুলিশের গুলিতে প্রাণ গেল হুইলচেয়ারে বসা রোগীর

আন্তর্জাতিক ডেস্ক : আরো একবার প্রমাণিত হলো প্রয়োজনে এবং কখনো অপ্রয়োজনেও কতটা নিষ্ঠুর হতে পারে আমেরিকার পুলিশ।  সম্প্রতি ডেলাওয়্যারের উইলমিংটন শহরে হুইলচেয়ারে বসে থাকা এক ব্যক্তিকে গুলি করে মারল পুলিশ।  

না কোনো উগ্রপন্থী বা খুনি, চোর ডাকাত কিছুই ছিলেন না মৃত ব্যক্তি।  এই অমানুষিক ঘটনার ব্যাখ্যায় উইলমিংটন পুলিশ জানিয়েছে, হুইলচেয়ারে বসে থাকা লোকটির হাতে হ্যান্ডগান ছিল এবং সে আত্মহত্যা করার চেষ্টা করছিল। বিস্তারিত খবরের জন্য সংবাদসংস্থা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও বিশেষ কোনো খবর পাওয়া যায়নি।

উইলমিংটন শহরের মুখুপাত্র অ্যালেক্সজান্দ্রা কোপাডজে জানিয়েছেন, পুলিশের তরফে তাকে জানানো হয়েছে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই সেই ব্যক্তি আত্মহত্যা করেছিলেন।  অ্যালেক্সিস অ্যানথনি মৃত ব্যক্তিকে নিজের আত্মীয় বলে চিহ্নিত করেছেন।

তার দেয়া তথ্য অনুযায়ী মৃতের নাম জেরেমি ম্যাকডোয়েল (২৮)।  পুলিশের তরফে জানানো হয়েছে, আত্মহত্যা করছে দেখে পুলিশ তাকে বাধা দিলে সে হ্যান্ডগান ফেলতে রাজি হননি।  

অ্যানথনি জানিয়েছেন, তিনি পর পর পাঁচটি গুলির আওয়াজ শুনেছেন।  একটি জবানবন্দিতে অ্যানথনি বলেছেন, পুলিশ ইচ্ছে করেই জেরেমির ওপর গুলি চালিয়েছে।  

হুইলচেয়ারে বসে থাকা কোনো ব্যক্তিকে আত্মহত্যা করা থেকে বাঁচানো হলে হুইলচেয়ার থেকে ঠেলে ফেলে দিলেই হত।  তার জন্য তাকে মেরে ফেলার কোনো প্রয়োজন ছিল না।
২৫ সেপ্টেম্বর/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে