মঙ্গলবার, ২১ জুন, ২০১৬, ০৫:২৭:২৭

মার্কিন সিনেটে অস্ত্র নিয়ন্ত্রণ প্রস্তাব বাতিল

মার্কিন সিনেটে অস্ত্র নিয়ন্ত্রণ প্রস্তাব বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণের জন্য যেসব প্রস্তাব আনা হয়েছিল তা বাতিল করে দিয়েছে মার্কিন সিনেট।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডোতে বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত হবার পর সিনেটে অস্ত্র নিয়ন্ত্রণের চারটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, সোমবার দেশটির সিনেটে এ নিয়ে ভোটাভুটি হয়। সেখানে অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে রিপাবলিকান ও ডেমোক্রাট দলের সিনেটররা দু’টি করে মোট চারটি প্রস্তাব রাখেন।

অস্ত্র বিক্রির আগে এমনকি অস্ত্র প্রদর্শনীর সময় ক্রেতাদের সম্পর্কে তথ্য জানার প্রস্তাবের পাশাপাশি সন্দেহভাজন জঙ্গিদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখার প্রস্তাব দেন দুজন ডেমোক্রেট সিনেটর।

অপরদিকে জঙ্গির তালিকায় থাকা সন্দেহভাজনদের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে সাবধানতা অবলম্বন ছাড়াও অস্ত্র প্রদর্শনীর দুর্বলতা বন্ধের প্রস্তাব আনেন দুই রিপাবলিকান সিনেটর।

কিন্তু রিপাবলিকানদের প্রস্তাবকে অসম্পূর্ণ বলে দাবি করেছেন ডেমোক্র্যাটরা। আর ডেমোক্র্যাটদের প্রস্তাবকে মার্কিন সংবিধানের পরিপন্থী দাবি করেছেন রিপাবলিকানরা।

ডেমোক্রেট সিনেটরদের আনা প্রস্তাবের বিপক্ষে বেশি ভোট পড়লেও রিপাবলিকান সিনেটরদের প্রস্তাব দুটির পক্ষে বেশি ভোট পড়ে।

কিন্তু তারপরও বিলটি পাসের জন্য প্রয়োজনীয় ৬০ জনের সমর্থন পেতে ব্যর্থ হন রিপাবলিকান সিনেটররা।
২১ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে