আন্তর্জাতিক ডেস্ক : বড়ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে ট্রাম্পকে গুলি করার চেষ্টা করেন এক যুবক। যদিও তা সম্ভব হয়নি। হাতেনাতেই ধরা পড়ে যায় সে যুবক। আদালতের পক্ষ থেকে এমনই তথ্য জানা গিয়েছে। বর্তমানে ব্রিটিশ ড্রাইভিং লাইসেন্সধারী মাইকেল স্টিভেন স্যানফোর্ড এখন নেভাদা পুলিশি হেফাজতে রয়েছেন।
শনিবার লাস ভেগাসে ট্রাম্পের একটি সমাবেশে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে জোর করে অস্ত্র ছিনিয়ে নিয়ে ট্রাম্পকে গুলি করার চেষ্টা করে মাইকেল স্যানফোর্ড। কিন্তু তা সফল হয়নি। মুহূর্তের মধ্যে গ্রেফতার করা হয় তাকে। গ্রেপ্তার হওয়ার পর মার্কিন নিরাপত্তা সংস্থা, সিক্রেট সার্ভিস স্যানফোর্ডকে জিজ্ঞাসাবাদ করে।
আদালতে জমা দেয়া নথিপত্র অনুযায়ী স্যানফোর্ড বলেছেন, যে তিনি ক্যালিফোর্নিয়া থেকে নেভাদায় গাড়ি চালিয়ে এসেছেন শুধুমাত্র ট্রাম্পকে গুলি করার জন্য। আদালতের নথিপত্রে আরো উল্লেখ রয়েছে যে, মাইকেল স্যানফোর্ড প্রায় একবছর আগ থেকেই এই হামলার পরিকল্পনা করছিলেন। এবং গত শুক্রবার একটি শুটিং রেঞ্জে গিয়ে অস্ত্র চালনাও শেখেন। সেখানে তিনি একটি পিস্তল থেকে ২০ রাউন্ড গুলি করেন।
তার কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে ধারণা করা হচ্ছে যে তিনি ব্রিটিশ নাগরীক। ১৯ বছর বয়সের স্যানফোর্ড সিক্রেট সার্ভিসকে বলেছেন, তিনি গত ১৮ মাস ধরে আমেরিকায় রয়েছে। এবং প্রথমে তিনি নিউ জার্সিতে বসবাস করতেন।
২১ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই