মঙ্গলবার, ২১ জুন, ২০১৬, ০৭:৫১:০৮

স্বামী-স্ত্রীর নামাজ আদায় দেখে বন্দুক নিয়ে হাজির আমেরিকান পুলিশ

স্বামী-স্ত্রীর নামাজ আদায় দেখে বন্দুক নিয়ে হাজির আমেরিকান পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার মিডফুর্ড সিটির ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে এক দম্পতির নামাজ আদায়ের দৃশ্য দেখে এক পুলিশ অফিসার আতঙ্কিত হয়ে তাদের দিকে বন্দুক তাক করেছে।

ইসলাম বিদ্বেষী এক পথচারী মিডফুর্ডের এক পুলিশ কর্মকর্তার নিকট এই মুসলিম দম্পতির নামাজ আদায়ের ব্যাপারে রিপোর্ট করলে, ঘটনাস্থলে এই পুলিশ কর্মকর্তা বন্দুক নিয়ে উপস্থিত হয়।

আমেরিকার "ওরসেসটার" সিটির মুসলিম নেতা 'তাহির আলী' বলেন, যে কোন অস্বাভাবিক ঘটনাকে পুলিশ হুমকি হিসেবে মনে করে।

তিনি বলেন, সাধারণত আমেরিকার মুসলমানেরা উন্মুক্ত স্থানে নামাজ আদায় করেন না; তবে কিছু মুসলমানের প্রথম ওয়াক্তে নামায় আদায় করার অভ্যাস রয়েছে। অর্থাৎ তারা যখনই আযানের ধ্বনি শোনে, তখনই তারা নামাজ আদায় করে।

ওরসেসটার সিটির মুসলিম সম্প্রদায়ের সাথে এক সাক্ষাৎ কারে তাহির আলী বলেন, আমেরিকার মুসলমানেরা জনগণকে জানাতে চাই যে, ইসলাম ও সহিংসতা দুটি সম্পূর্ণ রূপে ভিন্ন বিষয় এবং এই দুটির মধ্যে কোন সম্পর্কই নেই। যে কোন বর্বরতা সহিংসতামূলক কাজ –যেমন: অরল্যান্ডের সন্ত্রাসী হামলার ঘটনার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই।
২১ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে