আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বিমানে কিশোরীকে নিয়ে যুবকের এ কি কাণ্ড, যা আদালত পর্যন্ত গড়ায়।
বিমানের মধ্যে ১৩ বছরের মেয়েকে হেনস্থা করে ওই যুবক।
এ ঘটনায় আমেরিকান এয়ারলাইন্সের বিরুদ্ধে আদালতে মামলা করে নির্যাতিতার বাবা–মা। ডালাস থেকে পোর্টল্যান্ড যাওয়ার জন্য আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে একাই উঠেছিল বছর ১৩–এর ওই বালিকা।
মেয়ের সুরক্ষার কথা ভেবে, ভাড়ার চেয়ে ১৫০ ডলার বেশি দিয়ে পাশের সিটটি ফাঁকা রাখার ব্যবস্থা করেন তার বাবা–মা। এ সত্ত্বেও তাকে হেনস্থার শিকার হতে হয়।
ওই একই বিমানে যাত্রা করছিল চ্যাড ক্যামেরন ক্যাম্প নামের বছর ২৬–এর এক যুবক। বিমানে ওঠার আগে পছন্দসই বসার জায়গা পেয়েছিলেন তিনি। মেয়েটিকে একলা পেয়ে পরে সিট বদলায়।
বিমানে বেশি লোকজন না থাকায় মেয়েটিকে হেনস্থা করতে থাকেন তিনি। পরে বিমানসেবিকার হস্তক্ষেপে মেয়েটিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা ওই যুবককে।
বিমানসেবিকার সহায়তা পেলেও ওই বিমান সংস্থাকে আদালত পর্যন্ত নিতে বাধ্য করে মেয়েটির বাবা–মা।
তাদের দাবি, ‘মেয়ের নিরাপত্তার কথা ভেবে বাড়তি খরচ করে পাশের সিটটি ফাঁকা রাখতে বলেছিলাম। তা সত্ত্বেও দীর্ঘ আধঘন্টা ধরে মেয়েটিকে হেনস্থার শিকার হতে হলো কেন?
তারা জানিয়েছেন, গোটা ঘটনার গভীর প্রভাব পড়েছে মেয়েটির মনে। আর কখনো বিমানে না চড়ার শপথ নিয়েছে সে।
ওই মার্কিন সংস্থার বিমানে এর আগেও এমন ঘটনা ঘটেছে। ২০১৩ সালে বিমানযাত্রীকে একলা পেয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছিল এক পাইলটের বিরুদ্ধে।
১৯৯০ সালে ৯ বছর বয়সী এক পাকিস্তানি বালিকাও এমন হেনস্থার শিকার হয়েছিল।
২১ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম