বুধবার, ২২ জুন, ২০১৬, ০২:২৭:৪২

বারাক ওবামা চাকরি খুঁজছেন

বারাক ওবামা চাকরি খুঁজছেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বইছে নির্বাচনী হাওয়া। ট্রাম্প আর হিলারি নিয়ে মেতেছেন সবাই। এরই মধ্যে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার বিদায়ের সময়ও ঘনিয়ে এসেছে। প্রেসিডেন্ট পদ ও হোয়াইট হাউসের বিলাসী জীবন ছাড়ার পর নিজেকে জব মার্কেটে ছেড়ে দেবেন বলে জানান তিনি। অনলাইন জব সার্চ লিংকডইনে সক্রিয় থাকবেন বলে ঘোষণা দেন ওবামা।
 
স্থানীয় সময় সোমবার সিলেক্ট ইউএসএ ফরেন ইনভেস্টমেন্ট সামিটে দেওয়া বক্তৃতায় এসব কথা বললেন বারাক ওবামা।

কৌতুকোচ্ছলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "ভালোই লাগছে, আমিও যোগ দিচ্ছি চাকরি খোঁজার দলে। তাতে যুক্তরাষ্ট্রকে ব্যবসার জন্য সেরা একটি জায়গা বলে উল্লেখ করে বিদেশি বিনিয়োগকারীদেরও আহ্বান জানালেন তিনি। হোয়াইট হাউসের দিনগুলো অবসানে আর মোটে সাত মাসই বাকি যুক্তরাষ্ট্রের এই জনপ্রিয় ও প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের।

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। আর নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর পরের জানুয়ারিতে। সুতরাং আর মাত্র সাত মাস বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ভবন হোয়াইট হাউসে থাকছেন বারাক ওবামা। তারপরই 'অজানা'র উদ্দেশে বহুলকাঙ্ক্ষিত বিলাসবহুল সাদা ভবনটি ছাড়বেন তিনি।
 
ওবামা বলেন, 'আমার প্রথম চাকরি একেবারেই আকর্ষণীয় ছিল না। তবে সেই চাকরি আমাকে অনেক মূল্যবান শিক্ষা দিয়েছে। যেমন: দায়িত্বশীলতা, কঠোর পরিশ্রম, কাজের সঙ্গে পরিবার, বন্ধু, স্কুলজীবনের সমন্বয়।

এসময় নিজের জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ওবামা জানিয়েছেন, কিশোর বয়সে তিনি হনুলুলুতে বাসকিন-রবিন্স আইসক্রিমের বিক্রেতা হিসেবে কাজ করতেন।

২২জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে