বুধবার, ২২ জুন, ২০১৬, ০৩:২২:৫১

শ্রীঘ্রই নদীপথে প্রমোদতরীতে ঘুরবেন ঢাকা-কলকাতা

শ্রীঘ্রই নদীপথে প্রমোদতরীতে ঘুরবেন ঢাকা-কলকাতা

নিউজ ডেস্ক : নদীমাতৃক দুই বঙ্গের দুই রাজধানী এবার জুড়তে চলেছে জলপথে। প্রমোদতরীতে করেই এবার ‌যাও‌য়া ‌যাবে ঢাকা থেকে কলকাতা। দুই দেশের সরকারই এই মর্মে চুক্তি করতে চলেছে বলে জানিয়েছে ভারতের একাধিক সংবাদ মাধ্যম।

বর্তমান চুক্তি অনুসারে ভারত ও বাংলাদেশের মধ্যে শুধুমাত্র পণ্যবাহী জল‌যান চলাচল করছে। নতুন চুক্তিতে মনুষ্যবাহী ‌জলযানেরও ‌যাতায়াতের অনুমতি মিলবে। ভারতের অন্তর্দেশিয় জলপথ পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, সব ঠিকঠাক চললে এই বছরের বড়দিনের ছুটিতে ক্রুজে চড়ে কলকাতা থেকে ঘুরে আসা ‌যাবে ঢাকা।

কলকাতা ও ঢাকার মধ্যে জলপথে দূরত্ব ৯০০ কিলোমিটার। এই দূরত্ব একটি জল‌যানের পার করতে লাগে প্রায় ১৪ দিন। বর্তমানে ট্রেনে, বাসে ও বিমানে কলকাতা থেকে ঢাকা ‌যাতায়াত করা ‌যায়। কিন্তু বঙ্গের আসল সৌন্দ‌র্য ‌যে নদীর দু’পারে।

প্রমোদতরীতে চড়ে পশ্চিমবঙ্গের নদীয়ার তাঁতী সম্প্রদায়,দক্ষিণেশ্বর মন্দির,চন্দনগড় এবং ভারতীয় অংশের সুন্দরবন দেখার সুযোগ পাবে বাংলাদেশ থেকে ভ্রমণকারী পর্যটকরা। আর ভারত থেকে আসা পর্যটকরা দেখতে পাবে বাংলাদেশ অংশে সুবিস্তৃত সুন্দরবন, মংলা বন্দর, সোনারগাঁর ঐতিহ্য, চাঁদপুর নদীবন্দরের রূপালী ইলিশ আর নদীপাড়ের সবুজ-সজীবতা তো থাকবেই।

বাংলাদেশ অংশে পর্যটকবাহী জলযানগুলোর রুটের দায়িত্বে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন ও ভারতীয় অংশের দায়িত্বে থাকবে ভারতের ইনল্যান্ড ওয়াটারওয়েইজ অথোরিটি।

২২ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে