আন্তর্জাতিক ডেস্ক : কত মানুষই না চিঠি পাঠান প্রধানমন্ত্রীকে৷ থাকে কত প্রশ্ন, থাকে দাবি-দাওয়া৷ অনেকই সাহায্য পান, কেউ আবার আশাহত হন৷ কিন্তু সাহায্য পাওয়া আর চিঠির বদলে প্রধানমন্ত্রীর চিঠি পাওয়া কি এক? যার তার ভাগ্যে এমন শিকে ছেঁড়ে না৷ প্রধানমন্ত্রীর চিঠি পাওয়া কী আর মুখের কথা?
কিন্তু ছয় বছরের বৈশালী যাদব পেল নরেন্দ্র মোদির চিঠি৷ হৃদরোগে আক্রান্ত বৈশালী’র পরিবারের পক্ষ থেকে ছোট্ট শিশুটির চিকিৎসার জন্য ভারতের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন৷ সেই চিঠির উত্তরেই বৈশালীর চিকিৎসার খরচ বহনের কথা জানানো হয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে৷
পুণের রায়্গড় কলোনির বাসিন্দা বৈশালী সাহায্য পেয়ে খুশি হয়েছিল খুবই৷ সুস্থ হয়ে উঠতে পারবে সে, সেই আনন্দ থেকেই ‘থ্যাঙ্ক ইউ’ লেটার পাঠিয়েছিল প্রধানমন্ত্রীকে৷ আর সেই চিঠিরই উত্তর পাঠালেন খোদ নরেন্দ্র মোদি৷ ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ সিল করা খামে আসা এই চিঠিটিতে নরেন্দ্র মোদির স্বাক্ষর৷ ১০x১০ কামরার ঘরে থাকা বৈশালীর পরিবারের কাছে এই চিঠি যেন বিস্ময়৷ তবু হাসি মুখে ছোট্ট মেয়েটি প্রতিবেশীদের দেখিয়ে বেড়াচ্ছে সেই চিঠিটি৷ চিকিৎসার পর, আপাতত সুস্থ আছে বৈশালী৷ ১ জুলাই থেকে আবার স্কুলে যাবে সে৷
২২ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস