আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনের শীর্ষ পর্যায়ের শিয়া আলেম শেখ ঈসা আহমাদ কাসিমের নাগরিকত্ব বাতিল করার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরান। শেখ কাসিমকে ‘রেড লাইন’ অখ্যা দিয়ে সীমারেখা লঙ্ঘন করা হলে বাহরাইন এবং ওই অঞ্চলে আগুন জ্বলে উঠবে বলে হুকমি দিয়েছে শিয়া দেশ ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বাহরাইনের প্রবীণ আলেম ও রাজনৈতিক নেতাদের প্রতি দেশটির সরকারের কঠোর আচরণের নিন্দা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইন সরকার বিরোধী বিশ্বাস, মত ও পথ এবং বিরোধী রাজনৈতিক নেতাদের সম্পদ জব্দ করার নীতি নিয়েছে। এ ধরনের পদক্ষেপ বাহরাইনের রাজনৈতিক সংস্কারের সম্ভাবনা নস্যাৎ করবে। বাহরাইনের চলমান সংকট নিরসনের জন্য এ ধরনের আচরণ বন্ধ করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অন্যতম কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি বলেছেন, শেখ কাসিম হচ্ছেন ‘রেড লাইন’। এ সীমারেখা লঙ্ঘন করা হলে বাহরাইন এবং এ অঞ্চলে আগুন জ্বলে উঠবে। তিনি পরিষ্কার করে বলেছেন, শেখ কাসিমের এই সীমারেখা না মানলে বাহরাইনের জনগণের পক্ষে সশস্ত্র আন্দোলন করা ছাড়া কোনো পথ থাকবে না।
অন্যদিকে ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, শিয়া আলেম শেখ কাসিম ও বিরোধী অন্য রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের প্রতি বাহরাইন সরকারের দমন-পীড়ন রাজতান্ত্রিক সরকারের দিন শেষ হওয়ারই ইঙ্গিত দিচ্ছে। শেখ কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার সিদ্ধান্তকে তিনি বাহরাইন সরকারের অপরিপক্ক পদক্ষেপ বলেও মন্তব্য করেন।
২২ জুন/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম