বুধবার, ২২ জুন, ২০১৬, ১০:৫২:০৪

একদিনে ২ বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ক্ষ্যাপা কিম, গর্জে উঠল জাপান-দ. কোরিয়া

একদিনে ২ বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ক্ষ্যাপা কিম, গর্জে উঠল জাপান-দ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক ঘন্টার মধ্যে পর পর দুইবার মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার সকালে এ পরীক্ষা চালানো হয় বলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এ নিয়ে গত দুই মাসে চারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল দেশটি। এর প্রত্যেকটিই ব্যর্থ হয়েছিল।

বুধবার স্থানীয় সময় সকাল ৬ টায় পূর্ব উপকূল থেকে প্রথম দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। এটি মধ্য আকাশেই বিস্ফোরিত হয়। এর কয়েক ঘন্টা পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। তবে এটি সফল হয়েছে কি না তা জানা যায়নি।

মধ্যমপাল্লার যে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়েছে তার নাম মুসুদান। এটি ২,৫০০ থেকে ৪,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর সর্বনিম্ন দূরত্বের লক্ষ্যবস্তুতে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। আর সর্বোচ্চ দূরত্বের লক্ষ্যবস্তুতে রয়েছে প্রশান্ত মহাসাগরের গুয়ামে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরপর দক্ষিণ কোরিয়া এ ঘটনাকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে। জাপানির প্রধানমন্ত্রী শিনজো আবে এক বিবৃতিতে বলেছেন, ‘ এসব সহ্য করা হবে না।’ সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান
২২ জুন/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে